পুরো মেয়াদ জুড়ে বাংলাদেশ ক্রিকেটকে সব ধরণের সমর্থন এবং গঠনমূলক সম্পৃক্ততার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
খেলার মান উন্নয়নে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার প্রতিশ্রুতির প্রশংসা করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বিসিবির দেওয়া এক বিবৃতিতে বুলবুল বলেন, ‘আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ক্রিকেট সম্পর্কিত প্রতিটি বিষয় স্পষ্টতা এবং উৎসাহের সাথে মোকাবেলা করেছেন। সেজন্য আমরা কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘তার নির্দেশনা গুরুত্বপূর্ণ সময়ে এসেছিল। অবকাঠামো শক্তিশালীকরণ, যেকোন বাঁধা অতিক্রমে সহায়তা করা বা বোর্ড যাতে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারে তা নিশ্চিত করা।’
উপদেষ্টার ভবিষ্যত পথচলায় অগ্রীম শুভেচ্ছা জানিয়েছে বিসিবি।