Image description
 

চট্টগ্রাম নগরে কাস্টমসের দুই কর্মকর্তার প্রাইভেট কারে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে বান্দরবান সদর থানার সিকদার পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- কাজী মো. ইমন হোসেন (২৩) ও মো. সুজন (২৪)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানান, জনৈক এক ব্যক্তির নির্দেশে কাস্টমসের দুই কর্মকর্তার ওপর হামলা চালায় তারা। ওই দুই কর্মকর্তাকে ভয় দেখানোর উদ্দেশে হামলা চালানো হয়েছিল।

দুই যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, ‘দুই কাস্টমস কর্মকর্তার ওপর হামলার ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

গত ৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে নগরের ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকায় হামলার শিকার হন চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বদরুল আরেফিন। হামলার সময় একজন আরেকজনকে বলতে থাকেন, “গুলি কর, গুলি কর”।

সম্প্রতি দুই কনটেইনারে আমদানি নিষিদ্ধ পপি বীজ ও ঘন চিনি চালানের অনিয়ম ধরার কারণে উক্ত দুই কর্মকর্তার ওপর হামলা হতে পারে ধারণা সংশ্লিষ্টদের। ঘটনার দিন তিন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে করে আসে। তারা কাস্টমস কর্মকর্তাদের বহনকারী কার থামিয়ে হঠাৎ ভাঙচুর শুরু করে। তাদের একজনের হাতে ছিল চাপাতি। গাড়ির কাছে এসে প্রথমে চাপাতি দিয়ে গাড়িতে কোপ দেয় একজন। এরপর একজন গুলি করতে বলে।’

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. তারেক মাহমুদ বলেন, ‘সম্প্রতি দুই কনটেইনারে আমদানি নিষিদ্ধ পপি বীজ এসেছে। অন্য কনটেইনারে আনা হয়েছে ঘন চিনি। এই অনিয়ম ধরেছেন এ দুই কর্মকর্তা। আবার বিভিন্ন ধরনের কসমেটিকস আমদানিকে কেন্দ্র করে কাস্টমসে একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল। মিথ্যা ঘোষণা দিয়ে মালামাল আনা হচ্ছিল। গত দুই মাসে এই সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। এসব কারণে কিছুদিন ধরে তারা বিভিন্ন নম্বর থেকে মোবাইলে হুমকি পাচ্ছেন। কিছুদিন আগে নিজেকে সাজ্জাদ পরিচয় দিয়ে এক ব্যক্তি আসাদুজ্জামানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আমাদের ধারণা, কাস্টমসে অনিয়ম ধরার কারণেই আজকের এ হামলা হতে পারে।’

শীর্ষনিউজ