Image description

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-টোয়েন্টি) অভিষেকেই আলো ছড়িয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ম্যাচে বল হাতে ৪ ওভারে ২৬ দিয়ে নিয়েছেন ২টি উইকেট। এছাড়া ফিল্ডিংয়েও ধরেছেন দুটি ক্যাচ। যদিও জিতেনি তার দল দুবাই ক্যাপিটালস, ৪ উইকেটে হেরে গেছে গালফ জায়ান্টসের কাছে।

দুবাইয়ে আগে ব্যাটিং করে দুবাই ক্যাপিটালস তুলেছিল ১৬০ রান। সেই রান তাড়া করতে নেমে গালফ জায়ান্টস ৭ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়।

ম্যাচে নিজের প্রথম বলেই বাজিমাত করেন মোস্তাফিজ। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে পেয়ে প্রথম বলে ফেরান গালফ ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে। সেই ওভারে ১১ রান দেন মোস্তাফিজ। এরপর পাওয়ার প্লের শেষ ওভারে ফিরে দেন ১০ রান।

এই ওভারে জেমস ভিন্সের উইকেট পেতে পারতেন ফিজ। তবে সতীর্থদের ব্যর্থতায় সেটা হয়নি। আর সেই ভিন্সই পরে ফিফটি করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এরপর ১২ ওভারে দুই রান দিয়ে তুলে নেন ফিফটি করা পাতুম নিশাঙ্কার উইকেট। এরপর ১৬ ওভারে দেন মাত্র ৩ রান।