ধারাভাষ্যকক্ষে গতকাল বিকেল থেকেই বলাবলি হচ্ছে, ‘বাংলাদেশের যথেষ্ট রান হয়ে গেছে’। সকাল থেকে কথাটা আরও জোরালোই হচ্ছে ক্রমে। এরপরও বাংলাদেশ ব্যাট করে যাচ্ছে, তার ব্যাখ্যা একটাই, ব্যাটারদের আরও রানের সুযোগ দেওয়া।
মুশফিকুর রহিম আর মুমিনুল হক সে সুযোগটা নিয়েছেন ভালোভাবেই। দুজনই খুব কাছাকাছি চলে গেছেন দুটি ভিন্ন মাইলফলকের। দলের পুঁজিটা আগে থেকেই বড় ছিল। চতুর্থ দিনের প্রথম সেশনে সেটা আরও বড় হয়েছে, ৪৯১ রানের লিড জমা পড়েছে ইতোমধ্যেই।
বিস্তারিত আসছে...