Image description
জাতীয় দলের সাবেক সতীর্থ জাহানারা আলমের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নিজের ফেসবুক পেইজে এক পোস্টে তিনি বলেছেন, 'গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনাতে আসলেও সেটা কার্যকরী হবেনা।'
 

এখানে তার পোস্ট হুবহু তুলে ধরা হলো-

-কিছু বলছিনা তার মানে এই না বলতে পারিনা, কিছু বলার নাই এমন!
 
-দলটা আমাদের সবার, এই দল টা যখন সব থেকে ভালো সময় পার করছে তখন এতো নেগেটিভ স্টেটমেন্ট, ব্যক্তিগত প্রতিহিংসা, ক্ষোভ, আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে!
 
-আমার খুব অবাক লাগে যে বা যারা এসব করছেন তারা একসময় দল টাকে ভালোবেসে আগলে রেখেছেন, দলটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন, অনেক অর্জন, অনেক ব্যর্থতা দেখেছেন!
 
-যখন কেউ দল থেকে বাদ পরেন বা অফ ফর্ম এ থাকেন, অন্য একটা অপশন তার পরিবর্তে আসে তখনি সেই দলটার প্রতিটা জিনিস খারাপ হয়ে পড়ে, সেখানকার মানুষ, পরিবেশ সব কিছু!
 
-শ্রদ্ধা আসে তাদের প্রতি যারা আস্থা রেখেছেন এই দলের এবং সদস্যদের প্রতি!
 
-গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনাতে আসলেও সেটা কার্যকরী হবেনা আশা করি
 
মঙ্গলবার এক দৈনিকে দেয়া সাক্ষাৎকারে জাহানারা আলম অভিযোগ করেছিলেন, ‘জ্যোতি প্রচুর মারধর করে জুনিয়রদের। এই বিশ্বকাপের সময়ও জুনিয়ররা আমাকে এ রকম জানিয়েছে, ‘না বাবা, এটা আর করব না। তাহলে আবার থাপ্পড় খেতে হবে।’ কয়েকজনের কাছ থেকে জেনেছি, ‘কালকে মার খেয়েছি।’ দুবাই সফরের সময়ও এক জুনিয়রকে রুমে ডেকে নিয়ে থাপ্পড় মেরেছে।’
 
জাহানারার এই অভিযোগকে 'মনগড়া, ভিত্তিহীন ও সম্পূর্ণ মিথ্য' বলে নাকচ করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।