বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের এক দিন পরই জানা গিয়েছিল রুবাবা দৌলা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় পরিচালক হচ্ছেন। বিসিবি থেকে বিষয়টি জানানো হলেও প্রজ্ঞাপন জারি করতে সময় লেগেছে ২২ দিনের মতো।
এনএসসি সোমবার প্রজ্ঞাপন জারি করায় বিসিবি পরিচালনা পর্ষদের সভায় যোগ দেন তিনি। পরিচালক হিসেবে রুবাবার এটি প্রথম সভা হলেও বর্তমান পরিচালনা পর্ষদের না।
এনএসসি সূত্রে জানা গেছে, রুবাবার বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিতে দেরি হওয়ায় প্রজ্ঞাপন দেওয়া সম্ভব হচ্ছিল না। গতকালের সভা দীর্ঘ হলেও রুবাবা সন্ধ্যায় সহকর্মীদের কাছ থেকে বিদায় নেন। যদিও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে বহুবার এসেছেন তিনি স্পন্সর প্রতিষ্ঠানের হয়ে। এবার এলেন নতুন পরিচয়ে ক্রিকেট সংগঠক হিসেবে।
এই পরিচয় নিয়ে রুবাবা বলেন, ‘ক্রিকেট আমাদের জাতীয় গর্ব। এটা একটা ঐক্যের প্রতীক। আমরা সবাই একসাথে হই এটার মাধ্যমে। বিসিবির সদস্য হয়ে আমি গর্বিত এবং খুবই আনন্দিত। আশা করি, এই খেলার জন্য গঠনমূলক অবদান রাখতে পারব। এখানে বেশ কিছু জায়গায় দৃষ্টি দিতে হবে– ট্রেনিং, অবকাঠামো উন্নয়ন। নারী ক্রিকেটকে আরও সম্মানের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা থাকবে।’
গ্রামীণফোনে চাকরি করার সময় জিপি-বিসিবি একাডেমি হয়েছে মিরপুরে। বর্তমান কর্মস্থল থেকেও বিসিবির মার্কেটিংকে সহযোগিতা করতে চান তিনি, ‘আমি যে করপোরেটে ছিলাম, তার মাধ্যমে বিসিবির সঙ্গে অনেক কাজ করেছি। আমি চেষ্টা করব এখন যেখানে আছি, সেটার মাধ্যমে অবদান রাখতে।’