বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশ দলের চরম ব্যাটিং বিপর্যয়। নারী বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের মধ্যকার গ্রুপর্বের শেষ ম্যাচটি আজ রোববার বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হওয়ার কথা ছিল।
কিন্তু বৃষ্টির কারণে খেলা শুরু হয় সন্ধ্যা সাড়ে ৫টায়। খেলা মাঠে গড়ানোর পর ফের ১২.২ ওভার খেলা হতেই ফের বৃষ্টির বাগড়া। বাংলাদেশ সময় ৬.২০ মিনিটে খেলা বন্ধ হয়ে ২ ঘণ্টা ১৩ মিনিট পর ফের খেলা শুরু হয়। তখন ম্যাচে দৈর্ঘ কমে ২৭ ওভার নির্ধারণ হয়।
মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২৭ ওভারে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে ১১৯ রানের বেশি করতে পারেনি। দলের হয়ে ৫৩ বলে চার বাউন্ডারিতে সর্বোচ্চ ৩৬ রান করেন শারমিন আক্তার। ২১ বলে ২৬ রান করেন সোবহান মোস্তারি।
টুর্নামেন্টের শুরুতে পাকিস্তানকে হারিয়ে মিশন শুরু করে বাংলাদেশ।
এরপর টানা পাঁচ ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও শ্রীলংকার বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় বাংলাদেশ।
আজ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে প্রতিবেশী দেশ ভারতের মুখোমুখি নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ দল।