Image description

ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে সহজ সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ২১৩ রান করে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে রুদ্বশ্বাস লড়াইয়ে ৯ উইকেট হারিয়ে ২১৩ রানের বেশি করতে পারেনি উইন্ডিজ। তখন ম্যাচ টাই হয়। খেলা গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে আগে ব্যাট করে এক উইকেট হারিয়ে ১০ রান করে উইন্ডিজ। জয়ের জন্য বাংলাদেশকে করতে হতো ৬ বলে ১১ রান।

সুপার ওভারের প্রথম ডেলিভারিটি ওয়াইড দেন ক্যারিবীয় স্পিনার আকিল হোসনে। পরের ডেলিভারিতে বাংলাদেশ নেয় ২ রান। কিন্তু সেই বলটি নো ডাকেন আম্পায়ার। ফ্রি হিটের বলে  সৌম্য সরকার ১ রানের বেশি করতে পারেননি।

তার মানে এক বলে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ রান। 

জয়ের জন্য ৫ বলে করতে হতো মাত্র ৬ রান। এই পাঁচ বলের মধ্যে একটি ওয়াড বল করেন আকিল হোসেন। তার মানে ৫ বলে করতে হতো ৫ রান। এই পাঁচ রান করতে গিয়ে বাংলাদেশ এক উইকেট হারিয়ে ৩ রানের বেশি করতে পারেনি।

মাত্র ১ রানের ব্যবধানে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফেরে উইন্ডিজ।