
আগের ১৩ খেলায় ব্রাজিলকে কখনো হারাতে পারেনি জাপান। এশিয়ান পরাশক্তি জাপানের সেরা সাফল্য বলতে- দুই ম্যাচে ড্র। কিন্তু চলতি অক্টোবরের ফিফা উইন্ডোতে ইতিহাসটা বদলে গেছে। প্রীতি ম্যাচে প্রথমবারের মতো ব্রাজিলকে হারিয়েছে জাপান। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়েছে তারা। জয় ও হার বিবেচনায় দুদলের জন্যই লড়াইটা ছিল ঐতিহাসিক।
এই হারের বাজে প্রভাব পড়েছে কার্লো আনচেলত্তির শিষ্যদের র্যাংকিংয়ে। ফিফা র্যাংকিংয়ের সাত নম্বরে নেমে গেছে ব্রাজিল। গত ৯ বছরের মধ্যে র্যাংকিংয়ে সর্বনিম্ন অবস্থান এটি সেলেসাওদের।
২০১৬ সালের আগস্টের পর ব্রাজিলের সর্বনিম্ন অবস্থান। ফিফার আগের হালনাগাদ করা র্যাংকিংয়ে এক ধাপ অবনতি হয়েছিল। তাতে ব্রাজিল নেমে গিয়েছিল ছয় নম্বরে। এবার ১৭৫৮.৮৫ পয়েন্ট নিয়ে আরো এক ধাপ নিচে নামল তারা।
২০১৬ সালের আগস্টে ব্রাজিল ১১৫৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গিয়েছিল। কিন্তু পরের ৯ বছরে আর কখনো ছয়ের নিচে নামেনি ব্রাজিল। ৯ বছর পর এবারই তারা এতটা পিছিয়ে পড়ল র্যাংকিংয়ে।