
ব্যাটিংয়ের সময় বোলিং পিচ, বোলিংয়ের সময় ব্যাটিং পিচ’ – বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে সমর্থকদের এই কথাটা বহু পুরোনো। মিরপুরে আজ আবারও যেন একই রকম পরিস্থিতির দেখা মিলছে।
বাংলাদেশ ব্যাটিংয়ের সময় একেকটা রান করতে রীতিমতো সংগ্রাম করেছে। সেখানে ওয়েস্ট ইন্ডিজ তাদের শুরু থেকেই ব্যাটিং করছে বেশ সাবলীলভাবে।
বাংলাদেশ আজ ব্যাট করেছে ৪.১৭ রান রেটে। তবে সেটাও অবশ্য শেষ ১০ ওভারে লোয়ার মিডল অর্ডারের ঝড়ের কল্যাণে। নাহয় শুরুর ৪০ ওভারে তো মোটে ১৪০ রান তুলেছিলেন ব্যাটাররা।
এরপরও অবশ্য শেষমেশ ৫০ ওভার ব্যাট করা হয়নি। বাংলাদেশ অলআউট হয়েছে ৪৯.৪ ওভারে।
এরপর ওয়েস্ট ইন্ডিজ অবশ্য শুরুটা করেছিল বেশ দেখেশুনে। শুরুর দুই ওভার থেকে রান তোলেনি দলটা। তাসকিন আহমেদের পর তানভির ইসলামও একটা মেইডেন দিয়ে গিয়েছিলেন। তাতে মনে হচ্ছিল ২০৭ রানের পুঁজিটা বুঝি বেশ ভালোই হতে চলল!
তবে উইন্ডিজ এরপরই ‘গিয়ার’ বদলে ফেলল। তাসকিন আহমেদ এক ওভারে দিলেন ১০ রান। ব্রেন্ডন কিং মিড অফের ওপর দিয়ে চার মেরে শুরু করেছিলেন। এর এক বল পরই ফ্লিক করে হাঁকালেন দারুণ এক ছক্কা।
বাংলাদেশ তাদের ইনিংসে শুরু থেকেই ছিল বেশ মন্থর। এতটাই যে, ইনিংসের প্রথম ছক্কাটা এসেছে ৪৮তম ওভারে গিয়ে। ওয়েস্ট ইন্ডিজ সেটা পেতে খুব বেশি অপেক্ষা করতে চায়নি। ইনিংসের তৃতীয় ওভারেই পেয়ে গেছে প্রথম ছক্কার দেখা।