
একটি দল (জামায়াত) পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, আর এখানে গ্রামেগঞ্জে ভোট কুড়িয়ে বেড়ায় আর প্রার্থীর পরিচয় করিয়ে দেয়, এটি স্ববিরোধী বক্তব্য বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন মহিলা দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় নবীগঞ্জ মাদরাসা মাঠে মহিলা দলের ব্যানারে এ আয়োজন করা হয়।
তিনি বলেন, বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে চক্রান্ত ষড়যন্ত্র চলছে৷ আমি অন্তরে এক বাহিরে আরেক।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার কথা এবং কাজে মিল রয়েছে।
তিনি আরো বলেন, ইসলামের কথা বলে মানুষকে ধোকা দেওয়া যাবে না। মুসলমানরা এটা সহ্য করবে না। গ্রামেগঞ্জে মা-বোনদেরকে ভুলবাল বুঝিয়ে বেহেশতের টিকিট বিক্রি করে। এটা কোথা থেকে পেল, ডিলারশিপ দিল কারা, কারা বিক্রি করে এটা আমরা জানি না।
চররুহিতা ইউনিয়ন মহিলা দলের সভাপতি বীনা আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটওয়ারী বিটু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান চৌধুরী ভুট্টু, বিএনপি নেতা জামাল হোসাইন, চররুহিতা ইউনিয়ন বিএনপির নুর হোসেন চৌধুরী আরজু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ ও সাংগঠনিক সম্পাদক কামালুর রহমান মানিক প্রমুখ।