Image description

নেত্রকোনার কেন্দুয়ায় অনৈতিক কাজ করার সময় এক নারীসহ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা।

আটককৃত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শ্রীকান্ত সরকার উপজেলার সান্দিকোনা ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কদমতলী ইউনিয়নের গারদটু গ্রামের স্বর্গীয় সূর্যকান্ত সরকারের ছেলে।

আটককৃত ওই নারী ৪ সন্তানের জননী নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের গোজালিকান্দা গ্রামের বাসিন্দা।

২ সন্তানের জনক শ্রীকান্ত সরকারের শ্বশুরবাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলায়। তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

সান্দিকোনা ইউনিয়নের গ্রামপুলিশ রিয়াজুদ্দিন বলেন, শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দেখি দুজনকে আটক করেছে। পরে কেন্দুয়া থানা পুলিশকে অবহিত করলে তারা এসে উপসহকারী মেডিকেল অফিসার শ্রীকান্ত সরকারসহ ওই নারীকে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা আরাফাত রহমান বলেন, স্বাস্থ্য কেন্দ্রের মূল দরজার তালা ভেঙে ওই স্বাস্থ্য কর্মকর্তা এক নারীকে নিয়ে হাসপাতালের একটি কক্ষে অনৈতিক কাজ করার সময় স্থানীয় লোকজন তাদের আটক করেন।

কেন্দুয়া উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান বলেন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শ্রীকান্ত সরকার অত্যন্ত বাজে প্রকৃতির। তিনি সঠিকভাবে তার ওপর অর্পিত দায়িত্ব পালন না করে অবহেলা করে আসছেন। এ ব্যাপারে বেশ কয়েকবার তাকে সতর্ক করা হয়েছে কিন্তু কোনো কাজ না হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অনৈতিক কাজের দায়ে নারীসহ এক স্বাস্থ্য কর্মকর্তাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।