
জামায়াতে ইসলামী ও বিএনপির পরস্পর বিরোধী বক্তব্য কাম্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
তিনি বলেন, গত আওয়ামী রেজিমের জুলুমের শিকার বিএনপি-জামায়াত উভয়ই। একসঙ্গে জেল খেটে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে (মজলুম) দুই রাজনৈতিক দলকে আমরা পরস্পর বিরোধী দেখতে চাই না।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘রহমাতুল্লিল আলামীন কনফারেন্সে’ প্রধান অতিথির বক্তব্যে মামনুল হক এসব কথা বলেন।
কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম।
তিনি বলেন, আমাদের ঐক্য থাকতে হবে। তা নাহলে ভবিষ্যতে সবার জন্য খারাপ সময় আসছে। তিনি আরো বলেন, আমরা অনেক কথাই বলি, কিন্তু আমল করি না। যার ফলে কোনো ভালো কাজে মানুষকে ডাকলে সাড়া পাওয়া যায় না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী। যৌথভাবে সঞ্চালনা করেন মুফতি আহসান শরিফ ও মুফতি জাকারিয়া মাহমুদ। আরো বক্তব্য দেন, মাওলানা আব্দুল কাদের, মাওলানা মাহফুজুল হক, মাওলানা হাসান জামিল, মাওলানা আবু তাহের জিহাদি, মুফতি ইমামুদ্দিন, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা শামসুদ্দোহা আশরাফী প্রমুখ।
মুফতি সাখাওয়াত হোসাইন রাজী বলেন, রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশন নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠান। বিশ্ব নবীর আদর্শের প্রচার করা এবং সমাজ থেকে অন্যায় অবিচার দূর করে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠাই এর একমাত্র লক্ষ্য।