Image description

তাওহীদ হৃদয়ের আরও একটি দারুণ ক্যাচ। ২২১ রানে আফগানিস্তান হারাল ৭ উইকেট। ৬ বলে ৮ রান করে সাজঘরে রশিদ খান। দলকে এগিয়ে নিচ্ছেন মোহাম্মদ নবি।

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফাগানিস্তান।

প্রথমে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৯৯ রানের ওপেনিং জুটি গড়েন ইবরাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ। ৪৪ বলে ৫টি চার আর এক ছক্কায় ৪২ রান করে ফেরেন গুরবাজ।  

দ্বিতীয় উইকেটে সাদিকুল্লাহ অটলকে সঙ্গে নিয়ে ৭৪ রানের জুটি গড়েন ইবরাহিম। দলীয় ১৭২ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৪৭ বলে ২৯ রান করেন সাদিকুল্লাহ।

এরপর মাত্র ২ রানের ব্যবধানে অধিনায়ক হাশমতউল্লাহ শহীদিকে ফেরান সাইফ হাসান। দলীয় ১৮৬ রানে রান আউট হয়ে ফেরেন ওপেনার ইবরাহিম জাদরান।