
আজ ঢাকায় বাছাইপর্বের ম্যাচে নাটকীয়তা শেষে হংকংয়ের কাছে ৩-৪ গোলে হেরেছে তারা। এ হারের পর মূল পর্বে ওঠা এখন অসম্ভবই বটে।
দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপে খেলার স্বপ্ন ভেঙে যেতে বসেছে হামজা চৌধুরী, রাকিব হোসেনদের। আজ ঢাকায় বাছাইপর্বের ম্যাচে নাটকীয়তা শেষে হংকংয়ের কাছে ৩-৪ গোলে হেরেছে তারা। এ হারের পর মূল পর্বে ওঠা এখন অসম্ভবই বটে।
ম্যাচের প্রথম মিনিটেই হলুদ কার্ড পান স্বাগতিক দলের ফরওয়ার্ড রাকিব হোসেন। হংকং শুরু থেকে চাপ তৈরি করে খেললেও ১৩ মিনিটে হামজা চৌধুরীর ফ্রিকিকের গোলে লিড নেয় বাংলাদেশ। প্রথমার্ধের ৪৫ মিনিট পর্যন্ত এ লিড ধরে রাখলেও যোগ করা ৪ মিনিটের একেবারে শেষ দিকে ডিফেন্সের ভুলে গোল খেয়ে বসে বাংলাদেশ।
হংকং ম্যাচে সমতা এনেছে কর্নার থেকে। কর্নার কিক থেকে বল ঘুরেছে বাংলাদেশের পেনাল্টি বক্সে। ক্লিয়ার করার সুযোগ পেয়েও বাংলাদেশের খেলোয়াড়েরা তা করতে পারেননি। জটলার মধ্যে কিছুক্ষণ পিং-পং স্টাইলে খেলা চলার পর ফাহিম বল ক্লিয়ার করতে গিয়ে হেডে নিজেদের গোলমুখে পাঠিয়ে দেন! সেই বল পেয়ে গোল পোস্টের সামনে অরক্ষিত থাকা এভারটন কামারগো বাংলাদেশের গোলকিপার মিতুল মারমাকে পরাস্ত করেন। এটিই ছিল প্রথমার্ধের শেষ শট। ১-১-এ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফেরার পর আরেক গোল হজম করে বাংলাদেশ। এবারও ডিফেন্সের ভুলে। সোহেল রানা পেছনে থাকা হামজাকে পাস দিতে চাইলেও বল তার কাছে পৌঁছেনি, সুযোগটা লুফে নেন মারকিস। কয়েক মিনিট আগেই মাঠে নামা এ খেলোয়াড়টি অসহায় গোলকিপার মিতুলকে বোকা বানিয়ে হংকংয়ের দ্বিতীয় গোল আদায় করে নেন। ৭৪ মিনিটে মারকিস করেন আরেক গোল, ফলে ৩-১-এ পিছিয়ে পড়ে বাংলাদেশ। যদিও ৮৩ মিনিটে গোল করে ব্যবধান কমান শেখ মোরছালিন। জামালের ফ্রিকিকের বল থেকে জটলার মধ্যে গোল করেন তিনি।
যোগ করা সময় দেয়া হয় ৯ মিনিট। এই ৯ মিনিটে জাতীয় স্টেডিয়ামে চরম নাটকীয়তা হলো। ৯৯ মিনিটে শমিত সোমের গোলে সমতা আনলে স্টেডিয়ামে অভূতপূর্ণ দৃশ্যের অবতারণ হয়। ড্র করার সম্ভাবনায় আনন্দের বন্যা বয়ে যায়। যদিও শেষ সেকেন্ডে আরেকটি গোল খেয়ে বসে বাংলাদেশ। বক্সের ভেতর থেকে নেয়া বুলেট শটে আবারও গোল করেন সেই মারকিস। হ্যাট্রিটক করে বাংলাদেশকে হতাশা উপহার দিলেন তিনি।
‘সি’ গ্রুপে আজ অন্য ম্যাচে ১-১ গোলে ড্র করেছে সিঙ্গাপুর ও ভারত। ইখসান বিন ফান্দির গোলে প্রথমার্ধের যোগ করা সময়ে লিড নেয় স্বাগতিক সিঙ্গাপুর। যদিও ৯০ মিনিটে সেই গোল পরিশোধ করেন রহিম আলী। এ জয়ের পর ৩ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছিল সিঙ্গাপুর। যদিও পরে বাংলাদেশকে হারিয়ে শীর্ষে উঠে গেছে সিঙ্গাপুর, যাদের পয়েন্ট এখন ৭। এছাড়া ভারতের সংগ্রহ ২ পয়েন্ট, বাংলাদেশের ১।