
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার আলোকে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। কাতার, তুরস্ক, মিসর ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় সময় বুধবার মিসরের শারম আল-শেখ রিসোর্টে তৃতীয় দিনের মতো আলোচনা শেষে এ চুক্তিতে সম্মত হন বিবদমান এ দুটি পক্ষ। প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার তাঁর নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ কথা জানান।
ইসরায়েল ও হামাস ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে রাজি হয়েছে জানিয়ে ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, ‘আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, ইসরায়েল ও হামাস- উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সই করেছে।’ তিনি যোগ করেন, ‘শিগগির সব জিম্মি মুক্তি পাবে, আর ইসরায়েল নির্ধারিত সীমারেখায় সেনা প্রত্যাহার করবে।’ চুক্তির বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী কাতার।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক্স হ্যান্ডলে জানান, বুধবার রাতে গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের সব শর্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তি যুদ্ধের অবসান, ইসরায়েলি জিম্মিদের মুক্তি, ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং মানবিক সহায়তা প্রবেশের পথ খুলে দেবে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস অতর্কিতে গাজার সীমান্তবর্তী একটি ইসরায়েলি এলাকায় ঢুকে হামলা চালায়। এতে ৭৯ জন বিদেশি নাগরিকসহ ১ হাজার ১৯৫ জন ইসরায়েলি নিহত হয়। এ হামলার জেরে ইসরায়েল গাজায় গত দুই বছর ধরে নিষ্ঠুরতম আগ্রাসন চালায়। এতে এখন পর্যন্ত সেখানে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে যাদের অধিকাংশই নিরস্ত্র নারী ও শিশু।