Image description
 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন গতকাল সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার নতুন পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে।

এই বোর্ড মিটিংয়ে বিভিন্ন কমিটির দায়িত্ব পরিচালকদের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে। নিচে পাঠকদের জন্য দেওয়া হলো-কে কোন দায়িত্ব পেলেন:

কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ক্রিকেট অপারেশনস কমিটির দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদিন ফাহিম।

ফাইনান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন।

ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফাইজুল রহমান মিঠু।

গেম ডেভেলপমেন্ট কমিটিতে দায়িত্ব পেয়েছেন ইশতিয়াক সাদেক।

টুর্নামেন্ট কমিটি আহসান হাবীব।

এজ গ্রুপ টুর্নামেন্ট কমিটি আসিফ আকবরের হাতে দেওয়া হয়েছে।

গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান বুলবুল এবং ভাইস চেয়ারম্যান রাহাত শামস।

ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটির দায়িত্বে সানিয়ান তানিম।

আম্পায়ারস কমিটিতে ইফতেখার রহমান।

মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটিতে এমডি শাখওয়াত হোসেন।

মেডিকেল কমিটির চেয়ারম্যান হয়েছেন এমডি মনজুরুল আলম।

টেন্ডার অ্যান্ড পার্চেজ কমিটির চেয়ারম্যান আবুল বাশার, ভাইস চেয়ারম্যান হাসান উস সামান।

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির নেতৃত্বে আছেন আমজাদ হোসেন।

অডিট কমিটি মোখলেসুর রহমান

ওমেনস উইং কমিটি আব্দুল রাজ্জাক।

লজিস্টিক অ্যান্ড প্রোটোকল কমিটি ইয়াসির মোহাম্মদ ফয়সাল।

সিকিউরিটি কমিটি মেহরাব আলম চৌধুরী।

সিসিডিএম-এর দায়িত্বে আছেন আব্দুল রহমান দিপন ও ফাইজুল রহমান মিঠু।

ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটি জুলফিকার আলী খান।

হাই পারফরম্যান্স কমিটি খালেদ মাসুদ পাইলট।

বাংলা টাইগার্স রাহাত শামস এবং ওয়েলফেয়ার কমিটি মোখলেসুর আলম বাবু।

এছাড়া বিপিএল গভর্নিং কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। চেয়ারম্যান হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, মেম্বার সেক্রেটারি ইফতেখার রহমান।