
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করা শেখ তানভীর বারী হামিম বলেছেন, ছাত্রশিবিরের কমিটি উন্মুক্ত থাকলে আবরার ফাহাদের মত কারও মৃত্যু হত না।
মঙ্গলবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ছাত্রশিবিরের কমিটি অন্য সকল ছাত্রসংগঠনের মতন প্রকাশিত থাকলে আবরার ফাহাদের মতন অনেক সাধারণ শিক্ষার্থীকে বিনা কারণে ট্যাগিংয়ের মাধ্যমে নির্মম নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করতে হতোনা। আবরার ফাহাদ যেমন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যর প্রতীক, একইভাবে আবরার ফাহাদদের মৃত্যু শিবিরের ভুল রাজনীতির নির্দেশক ও বটে।
তিনি আরও বলেন, এ দিনে দুটি বিষয়ে আমাদের সকলের ঐক্যমতে পৌঁছানো জরুরি- ১. ছাত্রলীগ নো মোর, ২. ছাত্রশিবিরের কমিটি উন্মুক্তকরণ।