
পর্দা নেমেছে এশিয়া কাপের, তবে এখনও বিতর্ক পিছু ছাড়েনি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের। ফাইনালের পর ট্রফি না নেওয়া, ম্যাচ শেষে একে অপরকে ঘিরে বিতর্কিত বক্তব্য, সবমিলিয়ে এখনও উত্তাপ ছড়াচ্ছে এশিয়া কাপ। এবার আইসিসির কাছে পাকিস্তানের অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ করতে যাচ্ছে ভারত।
আনুষ্ঠানিকভাবে সালমান আলি আগার বিরুদ্ধে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এশিয়া কাপের ফাইনালের পর পাকিস্তানের সংবাদ সম্মেলন ঘিরেই এই নালিশ করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ফাইনাল শেষে পাকিস্তান অধিনায়ক বলেছিলেন, ‘আমাদের গোটা দল ম্যাচ ফির পুরোটাই সাধারণ মানুষ এবং শিশুদের জন্য দান করছি, যারা ভারতের আক্রমণে (অপারেশন সিঁদুর) ক্ষতিগ্রস্ত হয়েছেন।’
এদিকে ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, সালমানের এমন মন্তব্য কেবল বিতর্কিতই নয়, বরং রাজনৈতিক ইঙ্গিতও জড়িত। বিসিসিআই মনে করছে, পাকিস্তানি অধিনায়কের মন্তব্যটি স্পর্শকাতর বিষয় নিয়ে। আচরণবিধিও লঙ্ঘন করছে এটি। যেহেতু ভারতের নাম উল্লেখ করে তিনি মন্তব্য করেছেন, তাই বিষয়টি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে পারে।
ঘটনা এখানেই শেষ নয়, সংবাদ সম্মেলনে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির ট্রফি কেড়ে নেওয়ার ঘটনাকেও সমর্থন করেছিলেন সালমান। তার ভাষ্যমতে, ‘এসিসি সভাপতির কাছ থেকে ট্রফি না নিলে কার কাছ থেকে নেবে?’