
গত জুলাইয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে কাঁধে চোট পান ক্রিস ওকস। সেই থেকে ফিট হতে লড়াই চালিয়ে যাচ্ছেন। এরইমধ্যে ঘোষণা করা হয়েছে ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজের দল। তবে ইনজুরির কারণে এই টিমে জায়গা পাননি ৩৬ বছরের এ পেসার।
ইংল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কি আগেই বলে রেখেছিলেন, ওকস ‘আমাদের পরিকল্পনায় নেই’। দলে ঘোষণায় মেলে তার প্রমাণ। অ্যাশেজ টিমে জায়গা না পেয়ে হতাশ ইংল্যান্ডের তারকা এ অলরাউন্ডার ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারকে গুডবাই বলে দিয়েছেন।
নিজের ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে ওকস লেখেন, ‘মুহূর্তটি চলে এসেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই সঠিক সময়।’