
এশিয়া কাপ শেষ হয়েছে দুদিন হতে চলল। তবে মাঠের বাইরের খেলা থামছে না। ফাইনালে পাকিস্তানকে হারানোর পরই শুরু ট্রফি বিতর্ক। এসিসি প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি ছিল না ভারত। সেই ঘটনা এখন দৈর্ঘ্যে-প্রস্তে অনেকদূর এগিয়েছে।
দুদিন হলেও এখনও সমাধান হয়নি এশিয়া কাপ ট্রফির। সূর্যকুমার যাদবের দল সেদিন ট্রফি ছাড়াই উদযাপন করেছে। এখনও ভারতের হাতে শিরোপা যায়নি। এরমাঝে মহসিন নাকভি নতুন শর্ত জুড়ে দিয়েছে, অনুষ্ঠানের মাধ্যমে তার হাত থেকেই ট্রফি নিতে হবে।
ভারতের গণমাধ্যম জানিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাকভির কাছেই বর্তমানে ট্রফি ও ভারতের খেলোয়াড়দের মেডেল রয়েছে। অভিযোগ করা হচ্ছে, নাকভি এগুলো দুবাইয়ের হোটেলে নিজের কাছে রেখেছেন।
সূর্যকুমার যাদব ও সতীর্থরা রাজনৈতিক প্রেক্ষাপটে নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় বলে জানা গেছে। এতে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং নাকভি ট্রফি না দিয়েই ভেন্যু ছেড়ে চলে যান। এমনকি তিনি ট্রফি ও মেডেল সঙ্গে নিয়ে যান। বিসিসিআই এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে অন্যান্য এশীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগও করেছে।
ভারতীয় বোর্ড স্পষ্ট জানিয়েছে, ট্রফি ও মেডেল এসিসির দুবাই অফিসে ফিরিয়ে দিতে হবে। এগুলো নাকভির ব্যক্তিগত সম্পত্তি নয়। বিসিসিআই আসন্ন নভেম্বরে আইসিসি কনফারেন্সে বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলবে বলেও জানা গেছে।
তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, এসিসি ও পিসিবি সভাপতি নাকভি এশিয়া কাপের ট্রফি ভারতকে তুলে দিতে রাজি হয়েছেন। তবে সেই পদক এবং ট্রফি দুটিই নাকভি নিজের হাতে ভারতের হাতে তুলে দিতে চান। সে জন্য একটি অনুষ্ঠানের আয়োজনও করতে বলেছেন তিনি। এই শর্ত মানলেই কেবল চ্যাম্পিয়ন ভারতের হাতে ট্রফি তুলে দিবেন নাকভি।
বর্তমান পরিস্থিতি বিবেচনায়, পিসিবির সভাপতির প্রস্তাবে ভারতের রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে কোথায়, কবে, কখন এই অনুষ্ঠান হবে বা হতে পারে তা অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেল।