Image description

সন্ত্রাসী তৎপরতার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো খুলে দেওয়া হচ্ছে বান্দরবানের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র কেওক্রাডং পাহাড়। আগামীকাল বুধবার (১ অক্টোবর) থেকে পর্যটকরা যেতে পারবেন দেশের অন্যতম উঁচু এই পাহাড়চূড়ায়।

 

 

সোমবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটকদের ভ্রমণে বেশ কিছু শর্ত মানতে হবে। অনুমোদিত পর্যটন কেন্দ্র ছাড়া অন্য কোথাও যাতায়াত করা যাবে না। এছাড়া অবশ্যই ট্যুরিস্ট গাইড, স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ভ্রমণ করতে হবে।

 

 

কেওক্রাডং শুধু দেশের অন্যতম উঁচু পাহাড়চূড়াই নয়, এখানেই রয়েছে দেশের সর্বোচ্চ সড়ক (৯৬৫ মিটার উচ্চতায়)। নিরাপত্তাজনিত কারণে ২০২২ সালের অক্টোবর থেকে বান্দরবানের রুমা, থানচি, রোয়াংছড়ি ও আলীকদমের বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

 

 

এরপর প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর ধাপে ধাপে পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া শুরু হয়। গত ৬ জুন রোয়াংছড়ির দেবতাখুম, রুমার বগালেক, থানচির তমাতুঙ্গী, তিন্দুর রাজাপাথরসহ বেশ কয়েকটি স্থানে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সর্বশেষ কেওক্রাডং পাহাড়চূড়া থেকেও নিষেধাজ্ঞা তুলে নিলো প্রশাসন।

 

 

নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর শুনে আনন্দিত স্থানীয় পর্যটন ব্যবসায়ী ও ভ্রমণপিপাসুরা। তাদের আশা, আবারো জমে উঠবে বান্দরবানের পর্যটন ব্যবসা।