Image description

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে তামিম ইকবালের নেতৃত্বে বিএনপিপন্থী প্যানেল অন্যতম প্রার্থী বলে বিবেচনা করা হচ্ছিল ঢাকার সাবেক মেয়র ও বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে। তামিমের সঙ্গে বিএনপি সমর্থনপুষ্ট প্যানেলের অন্যতম প্রার্থী হিসেবেই নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত ছিলেন তিনি।

গতকাল ২৭ সেপ্টেম্বর বিসিবি নির্বাচনের মনোনয়নও পত্র কিনেছিলেন ইশরাক। তবে শেষ পর্যন্ত তিনি আর সেই মনোনয়ন পত্র জমা দেননি। এর মানে এবারের বিসিবি নির্বাচনে অংশ নেবেন না ইশরাক।

জানা গেছে, বিএনপি হাই কমান্ডের নির্দেশেই নাকি শেষ পর্যন্ত নির্বাচন না করার সিদ্ধান্ত তার।

ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের এক দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিএনপি প্রার্থী হতে যাচ্ছেন ইশরাক হোসেন। পাশাপাশি ঢাকা দক্ষিণের মেয়র পদে তার বিএনপি মনোনয়ন পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি। সে কারণেই নাকি দলের হাইকমান্ড তাকে ক্রিকেট বোর্ডের কার্যক্রম থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। এ জন্যই নাকি তিনি মনোনয়ন জমা দেননি।

এদিকে ইশরাক হোসেনের পাশাপাশি বিসিবির বর্তমান পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দীনও মনোনয়ন তুলে জমা দেননি।

এবারের বিসিবি নির্বাচনে ক্যাটাগরি ‘২’, মানে ঢাকার ক্লাব পরিচালন পদে ৩২ জন শনিবার মনোনয়ন পত্র তুলেছিলেন। তার মধ্যে দুজন (ইশরাক হোসেন ও সালাউদ্দীন) মাত্র জমা দেননি। মানে তারা নির্বাচন করছেন না।

এখন বাকি ৩০ জনের মধ্যে শেষ পর্যন্ত কতজন নির্বাচন করবেন, সেটা জানা যাবে আগামী ১ অক্টোবর দুপুর ১২টার পর।