Image description
 

পেশাদার ফুটবল লিগ ভুলে যান। নতুন নাম— বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। এই নামে দেশের দুই ভেন্যুতে খেলা শুরু হচ্ছে শুক্রবার (২৬ সেপ্টেম্বর)।

 

মুন্সীগঞ্জে ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ এবং মানিকগঞ্জে দুই পড়শি আরামবাগ ও ফকিরেরপুল ইয়ংমেন্স মুখোমুখি হবে। দুটি ম্যাচই শুরু বেলা পৌনে ৩টায়।

এদিকে গত রোববার রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২০২৫-২৬ মৌসুমের বিএফএলের ফিকশ্চার প্রকাশের পর বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান আপত্তি জানিয়েছে। 

সাদা-কালোদের অভিযোগ, কোনো প্রকার আলোচনা ছাড়াই আসন্ন মৌসুমের জন্য ফিকশ্চার তৈরি করেছে বাফুফে। সেই সঙ্গে মোহামেডান বাফুফের পেশাদার লিগ কমিটির বিলুপ্তিরও দাবি জানায়। 

বাফুফে জানিয়েছে, ঘরোয়া ফুটবল লিগের নতুন ব্র্যান্ডিংয়ের জন্য নাম পরিবর্তন করা হয়েছে। এছাড়া লিগের লোগোতেও পরিবর্তন আসছে। ২০০৭ সালে বাফুফে পেশাদার লিগ শুরু করে। তখন বাফুফে প্রিমিয়ার লিগকে বি-লিগ নাম দিয়েছিল। ২০০৮ সালে বি-লিগের নাম হয় বাংলাদেশ লিগ।

২০১১ সালে আবার নাম পরিবর্তন করে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ করা হয়। এক যুগের বেশি সময় এ নামেই ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগ পরিচালিত হয়ে আসছে। এবার সেটি শুরু হচ্ছে নতুন নামে।