
পূর্ব নির্ধারিত তফসিল অনুযায়ী আগামী ৪ অক্টোবর হওয়ার কথা ছিল বিসিবি নির্বাচন। তবে দুই দিন পিছিয়ে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেছে বিসিবি। নতুন তফসিল অনুযায়ী আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। একই দিনে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিসিবির তফসিল অনুয়ায়ী আগামীকাল শেষ হবে কাউন্সিলর মনোনয়নের শেষদিন। আগামীকাল বিকালে প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ২৫ সেপ্টেম্বর। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে দেওয়া হবে বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র। মনোনয়নপত্র দাখিলের শেষদিন আগামী ২৮ সেপ্টেম্বর। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১ অক্টোবর।
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। একদিনে সন্ধ্যা ৬ টায় প্রকাশ করা হবে নির্বাচনের ফলাফল। সন্ধ্যা সাড়ে ৭ টায় হবে সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন। একইদিনে ৯ টায় জানানো হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ফলাফল।