Image description

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন, ‘বিএনপি এ দেশের গণমানুষের দল। বিএনপি এ দেশে উড়ে আসেনি। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদ পতনের মাস্টারমাইন্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বেই বিএনপি প্রতিটি আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ ছিল।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের নূরপুর ও দুর্লভপুর বাজারে তারেক রহমান ঘোষিত  ৩১ দফার প্রচার ও নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। 

মাহবুবুর রহমান বলেন, ‘সুযোগ এসেছে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। অনেকে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করছেন।

যেকোনো মূল্যে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ইস্পাত-কঠিন ঐক্য ধরে রাখতে পারলে জনগণের রায় ধানের শীষের পক্ষেই আসবে।’ 

তিনি আরো বলেন, ‘আগামী দিনে হাওরপারের মানুষ ধানের শীষের পক্ষে থাকবে এবং বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে বদ্ধপরিকর।’

এ সময় আরো উপস্থিত ছিলেন বেহেলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলম আখুঞ্জি, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক আবুল লেইছ, শাহ মো. লিয়াকত, এমদাদুর রহমান হিরন, মঈনুল হোসেন শিশির, সদস্য আতিকুর রহমান, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, ফেনারবাক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলী মর্তুজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক এরশাদ হোসেন, কামরুজ্জামান, মমিন মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান, ছাত্রদল নেতা আলী হোসেন, কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহা, সাধারণ সম্পাদক মহসিন কবিরসহ প্রমুখ।