Image description

চাকসু নির্বাচন ঘিরে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব ছাড়লেন অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। দায়িত্ব নেওয়ার এক বছর পূর্তির দিন আজ রোববার তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এদিন দুপুর আড়াইটার দিকে প্রক্টর কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন। 

সংবাদ সম্মেলনে অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, এক বছরে যা কিছু ভুলত্রুটি হয়েছে এবং শিক্ষার্থীদের যত প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছি, সবকিছুর দায় আমি নিচ্ছি। আমার দেখা এটিই পৃথিবীর সবচেয়ে সেরা প্রক্টরিয়াল বডি। 

 
 

আনুষ্ঠানিকভাবে তাঁকে গবেষণা ও প্রকাশনা দায়িত্বে পাঠানো হলেও সংশ্লিষ্টরা বলছেন, প্রক্টর হিসেবে তাঁর কর্মকাণ্ড নিয়ে বিগত সময়ে একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছিল। 
নারীবিদ্বেষী মনোভাব সামাজিক মাধ্যমে প্রকাশ, ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনায় নিষ্ক্রিয়তা, পক্ষপাতের অভিযোগ এবং শিক্ষার্থীদের আস্থাহীনতার মতো বিষয়গুলো তাঁকে নিয়মিত সমালোচনার মুখে ফেলেছিল। এ নিয়ে প্রক্টরিয়াল বডির পদত্যাগ চেয়ে ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে বিক্ষোভ, আন্দোলন ও অনশন করেছে। বিশেষ করে চাকসু নির্বাচন ঘিরে প্রক্টরিয়াল বডির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার পর প্রশাসন চাপের মুখে প্রক্টরের দায়িত্বে পরিবর্তন এনেছে বলে ধারণা করা হচ্ছে। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অধ্যাপক তানভিরকে আগামী দুই বছরের জন্য গবেষণা ও প্রকাশনা দায়িত্বে দেওয়া হয়েছে। সাতজনের প্রক্টরিয়াল বডির মধ্যে শুধু তিনিই দায়িত্ব ছাড়ছেন। বাকিরা প্রক্টরিয়াল বডিতে থাকছেন।’ 

 

এদিকে, অধ্যাপক তানভীর দায়িত্ব থেকে সরে যাওয়ার পরই নতুন প্রক্টর নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। এই পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী (মানিক মিয়া) দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সহকারী প্রক্টর হিসেবে যোগ দিচ্ছেন রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক আককাছ আহমেদ। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ তথ্য নিশ্চিত করেছেন।