
চলতি মাসের শুরুতে সিলেটে বিসিবির বোর্ড সভা শেষেই জানা গিয়েছিল, অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও তখন নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। অবশ্য, গেল সপ্তাহে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। এরপর আনুষ্ঠানিকভাবে জানানো হয়, আগামী ৪ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচন সামনে রেখে ইতোমধ্যেই নানা প্রস্তুতি শুরু হয়েছে। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত তিনি কোনো ধরনের গ্রুপিং বা বিভাজন দেখছেন না।
বুলবুল বললেন, 'আমি কোনো গ্রুপ দেখতে পাচ্ছি না। যারা ইলেকশনে আসবে, তারা সবাই একসাথে নির্বাচন করবে। উৎসব হবে একসাথে। আমি ব্যাপারটা এর মধ্যে দেখছি আর কি।'
নির্বাচনের পরিবেশ নিয়ে বুলবুল আরও বলেন, 'আমরা তো যেটা দেখছি যে পরিবেশটা এখনো তৈরি হচ্ছে। এখনো কাউন্সিলরশিপ আসছে। ১৮ সেপ্টেম্বরের পরে তো পুরো ব্যাপারটা চলে যাবে, নির্বাচন কমিশনারের হাতে। যে সদস্যরা আছে, তাদের কাছে তো এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের অনেক কাজ চলছে। সেই সাথে নির্বাচনের কাজ চলছে। কাজ এখন মনোযোগ দিয়ে করছি, যাতে সফল এবং সুষ্ঠু একটা নির্বাচন হয়।'
এদিকে, আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের টিকে থাকার ম্যাচ নিয়েও কথা বলেন আমিনুল। তবে দল নিয়ে সরাসরি মন্তব্য না করার বিষয়টি এড়িয়ে বিসিবিপ্রধান বলেন, 'দুটো দুই ব্যাপার। ১৬ সেপ্টেম্বর, ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের টুর্নামেন্টে টিকে থাকার জন্য। আমি বোর্ড সভাপতি হয়ে দল সম্পর্কে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।'