Image description

এশিয়া কাপ ক্রিকেটে আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা  দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টি-২০ ফরম্যাটের এই হাইভোল্টেজ ম্যাচ। টস হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

এর আগে দুদলই নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে। ভারত সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে, আর পাকিস্তান জিতেছে ওমানের বিপক্ষে। ফলে দুদলই আত্মবিশ্বাসে ভরপুর হয়ে আজ মাঠে নামবে।

এশিয়া কাপে এখন পর্যন্ত ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে মোট ১৮ বার। এর মধ্যে ভারত জিতেছে ১০ বার, পাকিস্তান জয় পেয়েছে ৬ বার এবং ২ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। শুধু টি-২০ এশিয়া কাপে মুখোমুখি লড়াইয়ে ভারত এগিয়ে আছে,৩ ম্যাচের মধ্যে ভারত জিতেছে ২টিতে, পাকিস্তান ১টিতে। সামগ্রিকভাবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দুই দলের দেখা হয়েছে ১৩ বার; যেখানে ভারত জিতেছে ১০ বার, পাকিস্তান জিতেছে ৩ বার।

ভারতের বোলিং আক্রমণে ভরসা কুলদীপ যাদব ও যশপ্রীত বুমরা। আরব আমিরাতের বিপক্ষে কুলদীপ পাঁচ উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন। ব্যাটিংয়ে নজর থাকবে অধিনায়ক সূর্যকুমার যাদব, শুভমন গিল, অভিষেক শর্মা ও হার্দিক পাণ্ডিয়ার উপর।

অন্যদিকে পাকিস্তান দল ভরসা রাখছে শাহিন আফ্রিদি, স্পিনার আবরার আহমেদ ও ব্যাটিংয়ে সাইম আয়ুব ও অভিজ্ঞ ফখর জামানের উপর। এছাড়া প্রথম ম্যাচে নজর কাড়া ব্যাটার মহম্মদ হ্যারিসও ভারতীয় বোলারদের চাপে রাখার চেষ্টা করবেন।

আজকের ম্যাচ শুধু গ্রুপপর্বের লড়াই নয়, বরং ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার মঞ্চও বটে। রেকর্ডে ভারত এগিয়ে থাকলেও পাকিস্তান যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তাই দুবাই স্টেডিয়ামে দর্শকরা উপভোগ করবেন এশিয়া কাপের অন্যতম বড় ক্রিকেট যুদ্ধ।