Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দেওয়ায় জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয় ও তানজিম হাসান সাকিবের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীকে নিয়ে এ বার্তা দেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের হল পাড়ায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেছেন ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ক্রীড়া সম্পাদক প্রার্থী মুহাইমেনুল ইসলাম তকি।

তকি অভিযোগ করে বলেন, ‘জাতীয় দলের দুই ক্রিকেটার সরাসরি একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে বার্তা দিয়েছেন। একজন খেলোয়াড় হিসেবে তাদের নিরপেক্ষ থাকা উচিত ছিল। ব্যক্তিগত পছন্দ থাকা স্বাভাবিক, তবে নির্বাচনী প্রক্রিয়ায় এমন প্রকাশ্য সমর্থন দেওয়া অনুচিত।’

তিনি আরও দাবি করেন, যাকে নিয়ে এই ভিডিও বার্তা দেওয়া হয়েছে, তিনি কোটা ব্যবস্থার মাধ্যমে ভর্তি হয়েছেন এবং প্রভাব খাটিয়ে বিশ্ববিদ্যালয়ের দলে খেলার সুযোগ পেয়েছেন।

তকির বলেন, ‘কোটা নিয়ে দেশে বড় আন্দোলন হয়েছে, এমনকি সরকারের পরিবর্তন পর্যন্ত ঘটেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটায় ভর্তি এক ধরনের বৈষম্য তৈরি করছে। এর ফলে সাধারণ শিক্ষার্থীরা খেলাধুলায় অংশ নেওয়ার সুযোগ হারাচ্ছে। মেয়েদের খেলাধুলাতেও একই সমস্যা দেখা যায় কোটা পাওয়া খেলোয়াড়েরাই সুযোগ পাচ্ছেন, অন্যরা বঞ্চিত হচ্ছেন।’