
তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের রেকর্ড ভাঙার ম্যাচে জয় লাভ করে বাংলাদেশ। এই জয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চত করল টাইগাররা।
ইনিংসের চতুর্থ ওভারে ছক্কা মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েন পারভেজ হোসেন ইমন। ১২তম ওভারে সেই রেকর্ড ভেঙে দেন তানজিদ হাসান তামিম।
২০২৫ সালে টি-টোয়েন্টিতে তানজিদের ছক্কা ২৩টি। পারভেজ মেরেছেন ২২টি। রেকর্ড ভাঙা ছক্কাটি তানজিদ মেরেছেন ম্যাক্স ও’ডাউডকে মিড উইকেটের ওপর দিয়ে।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।
সহজ টার্গেট তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিমের অনবদ্য ফিফটিতে ভর করে ৪১ বল হাতে রেখেই ৯ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হয়।
দলের জয়ে ৪০ বলে চারটি বাউন্ডারি আর দুটি ছক্কার সাহায্যে ৫৪ রান করে অপরাজিত থাকেন ওপেনার তানজিদ হাসান তামিম। ১৮ বলে ১৮ রানে অপরাজিত থাকেন অধিনায়ক লিটন কুমার দাস। আর ২৩ বলে ২১ রান করে ফেরেন পারভেজ হোসেন ইমন।
এদিন আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করার সুযোগ পান আরিয়ান দত্ত। তিনি ২৪ বলে তিন চার আর এক ছক্কায় এই রান করেন। এছাড়া ১৭ বলে চার বাউন্ডারিতে ২৪ রান করেন ওপেনার বিক্রমজিত সিং।
বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে মাত্র ২১ রানে ৩ উইকেট নেন নাসুম আহমেদ। ৩ ওভারে ১৮ রানে ২ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নেন তাসকিন আহমেদ। ৩ ওভারে ১৬ রানে এক উইকেট নেন তানজিম হাসান সাকিব। ৩.৩ ওভারে ২৪ রানে এক উইকেট নেন মেহেদী হাসান।