Image description
 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনের পথে নানা বাধা-বিপত্তি আসবে—এটা আগেই অনুমান করা হয়েছিল। কিন্তু সেই প্রতিবন্ধকতা সত্ত্বেও নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।

 

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভোট স্থগিতের রায় ঘোষণার পরপরই আমরা আপিল করেছি। এরপর আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন। যতো বাধাই আসুক না কেন, তা মোকাবেলা করেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।”

 

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো প্রতিবন্ধকতা কার্যকর হবে না। একই সঙ্গে সবাইকে অবান্তর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান ভিসি।

 

এর আগে দুপুরে হাইকোর্ট আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করেন। আদালত আরও জানতে চান, প্রার্থী মনোনয়ন, যাচাই-বাছাই ও ভোটের প্রস্তুতি কীভাবে সম্পন্ন হচ্ছে। পরে ঢাবির আইনজীবীরা চেম্বার আদালতে গেলে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারক হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

ফলে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর কোনো আইনি বাধা থাকছে না।