
নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে এক সপ্তাহ ধরে অনুশীলন করছে বাংলাদেশ ফুটবল দল। প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে কেমন প্রস্তুতি চলছে তা আজ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। তবে পরিকল্পনা সাজানোর মাঝে তার পদত্যাগের দাবির বিষয়ে কথা বলতে হয়েছে তাকে।
কাবরেরার পদত্যাগের দাবি তুলেছিলেন বাফুফের নির্বাহী কমিটির এক সদস্য।
সামনে নেপালের বিপক্ষে ম্যাচ থাকলেও এশিয়ান কাপের বাছাই নিয়ে ভাবছেন কাবরেরা। বিশেষ করে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে যে ম্যাচটি হবে। তিনি বলেছেন, ‘আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।
অন্যদিকে নেপালের বিপক্ষে ৬ ও ৯ সেপ্টেম্বরের ম্যাচ দুটিতে বাংলাদেশ জিতবে বলে বিশ্বাস জামাল ভূঁইয়ার। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমরা আশাবাদী, নেপালকে দুটি ম্যাচেই হারাতে পারব। ওদের বিপক্ষে এর আগেও জেতার অভিজ্ঞতা আছে আমাদের। এখন তো আগের চেয়ে আমরা ভালো দল। আশা করছি, দুটি ম্যাচই জিততে পারব।’
সর্বশেষ তিন ম্যাচের দুটিতেই খেলতে পারেননি জামাল। কোচের এমন সিদ্ধান্ত নিয়ে মিডফিল্ডার বলেছেন, ‘এটা তো কোচের ব্যাপার। আমি সবশেষ তিন ম্যাচের দুটিতে খেলতে পারিনি। একটি খেলেছি, ভুটানের বিপক্ষে। অ্যাসিস্ট করেছিলাম সেই ম্যাচে। আর দলে কে খেলবে কে খেলবে না সেটা কোচের ব্যাপার। আমি তো সিদ্ধান্ত নেই না। কোচই নেন। হ্যাঁ, অবশ্যই আমার খারাপ লেগেছে। একজন ফুটবলার তো সবসময় মাঠে খেলতে চায়। আমিও সেটাই চাই।’