Image description

নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে এক সপ্তাহ ধরে অনুশীলন করছে বাংলাদেশ ফুটবল দল। প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে কেমন প্রস্তুতি চলছে তা আজ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। তবে পরিকল্পনা সাজানোর মাঝে তার পদত্যাগের দাবির বিষয়ে কথা বলতে হয়েছে তাকে।

কাবরেরার পদত্যাগের দাবি তুলেছিলেন বাফুফের নির্বাহী কমিটির এক সদস্য।

 
তবে এ বিষয়ে কান দিচ্ছেন না স্প্যানিশ কোচ। তিনি বলেছেন, ‘সবার মতামতকে আমি শ্রদ্ধা করি। এ বিষয়ে বাফুফের ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের সঙ্গে বেশ কয়েকবার আলোচনা হয়েছে। তারা তাদের মতামত শেয়ার করেছে, আমিও আমারটা জানিয়েছি।
 
কেউ আমার সঙ্গে একমত হয়েছে, অনেকে হয়নি।’

 

সামনে নেপালের বিপক্ষে ম্যাচ থাকলেও এশিয়ান কাপের বাছাই নিয়ে ভাবছেন কাবরেরা। বিশেষ করে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে যে ম্যাচটি হবে। তিনি বলেছেন, ‘আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।

 
ইতিমধ্যেই ম্যাচগুলো নিয়ে পরিকল্পনা করেছি, বিশেষ করে ঘরের মাঠে হংকংয়ের (অক্টোবর) বিপক্ষে যে ম্যাচটি আছে। কারণ আমরা জানি এটি একটি গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে। তাই খেলোয়াড়দের আগে ডাকার এটিও একটি কারণ। আপনারা জানেন, জুনের পর থেকেই অনেকেই অনুশীলনে নেই। তাই আমরা নিশ্চিত করতে চাই তারা পৌঁছাবে এবং আমরা প্রস্তুত হব।

অন্যদিকে নেপালের বিপক্ষে ৬ ও ৯ সেপ্টেম্বরের ম্যাচ দুটিতে বাংলাদেশ জিতবে বলে বিশ্বাস জামাল ভূঁইয়ার। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমরা আশাবাদী, নেপালকে দুটি ম্যাচেই হারাতে পারব। ওদের বিপক্ষে এর আগেও জেতার অভিজ্ঞতা আছে আমাদের। এখন তো আগের চেয়ে আমরা ভালো দল। আশা করছি, দুটি ম্যাচই জিততে পারব।’

সর্বশেষ তিন ম্যাচের দুটিতেই খেলতে পারেননি জামাল। কোচের এমন সিদ্ধান্ত নিয়ে মিডফিল্ডার বলেছেন, ‘এটা তো কোচের ব্যাপার। আমি সবশেষ তিন ম্যাচের দুটিতে খেলতে পারিনি। একটি খেলেছি, ভুটানের বিপক্ষে। অ্যাসিস্ট করেছিলাম সেই ম্যাচে। আর দলে কে খেলবে কে খেলবে না সেটা কোচের ব্যাপার। আমি তো সিদ্ধান্ত নেই না। কোচই নেন। হ্যাঁ, অবশ্যই আমার খারাপ লেগেছে। একজন ফুটবলার তো সবসময় মাঠে খেলতে চায়। আমিও সেটাই চাই।’