
আসন্ন এশিয়া কাপে আগামী ১৪ সেপ্টেম্বর খেলার কথা ভারত ও পাকিস্তান। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী চান না, তার দেশ ভারতের মুখোমুখি হোক। কারণ, তাতে পাকিস্তানের বাজেভাবে হারের সম্ভাবনা দেখছেন তিনি। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯২ রানে অলআউট হয়ে সিরিজ হারায় ক্ষুব্ধ হয়ে বাসিত একথা বলেন।
এক ইউটিউব চ্যানেলে বাসিত বলেছেন, ‘আমি প্রার্থনা করি এশিয়া কাপে ভারত পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানাক, যেভাবে তারা ‘‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’’-এ জানিয়েছে। তারা আমাদের এমনভাবে হারাবে আপনি ধারণাও করতে পারবেন না।’
বলে রাখা ভালো, পেহেলগাম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা শুরু হয়েছিল, সেটির আঁচ পড়ে ক্রীড়াঙ্গনেও। এর ফলে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’-এ খেলতে অস্বীকৃতি জানায় ভারত চ্যাম্পিয়নরা। এশিয়া কাপেও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
ভারতের কাছে হারলে সেটি পাকিস্তানি জাতি ভালোভাবে নেবে না বলেও জানান বাসিত, ‘যদি আমরা আফগানিস্তানের কাছে হেরে যাই, তাহলে এই দেশে কেউ খুব একটা পাত্তা দেবে না। কিন্তু ভারতের কাছে হেরে গেলে সবাই পাগল হয়ে যায়।’