Image description

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আগামী ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় রাজধানী ঢাকায় জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

এই সম্মেলন সফল করার লক্ষ্যে দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীকে আহবায়ক ও সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়াকে সদস্যসচিব করে ১১ সদস্যবিশিষ্ট একটি সম্মেলন বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে। 

একই সাথে আগামী ২৩ আগস্ট শনিবার সকাল ১০টায় ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্বশীলদের মতবিনিময় সভা ও আংশিক প্রার্থী তালিকা ঘোষণার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। 

শুক্রবার (১৫ আগস্ট) জামেয়া হোসাইনিয়া আরজাবাদে বাদ মাগরিব অনুষ্ঠিত খাস কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। 

দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব, সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।