Image description

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, কেউ যদি নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় বা নির্বাচন প্রসঙ্গে অসহযোগিতা করে, তাহলে কেবল জনগণ নয় সবচেয়ে বেশি বিপদে পড়ব আমরা নিজেরাই।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের গোডাউন রোডস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ‘নির্বাচন নিয়ে যদি আপনারা মত বদলান, বিক্ষিপ্ত কথা বলেন, ঐক্যের জায়গায় না আসেন তাহলে তা দেশের জন্য ক্ষতিকর হবে। সেজন্য জাতীয় ঐক্যকে সুদৃঢ় করে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক অভিজ্ঞতা নেই। আমাদের অভিজ্ঞতা দিয়ে তাদের সহযোগিতা করে যদি আমরা হাসিনার বিচার, সংস্কার এবং একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে না পারি, তাহলে ফ্যাসিবাদ আরও সুযোগ পাবে। বর্তমানে একটি-দুটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, যা জনগণের স্বার্থে নয় বরং নিজেদের স্বার্থে। এসব স্বার্থ ত্যাগ করে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ না হলে সামনে আমাদের সবার জন্যই বিপদ অপেক্ষা করছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘ফ্যাসিস্টবিরোধী যুগপৎ আন্দোলনে আমরা যারা একসঙ্গে লড়াই করেছি, তাদের নিয়ে একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠন করব। হাসিনার বিচার এখন জনগণের মনের দাবি। বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই, হাসিনার বিচারের দাবিতে বিএনপি অগ্রণী ভূমিকা নিতে চায়।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়দায় দেশ চালিয়েছে। তারা জনগণের শত্রুতে পরিণত হয়েছিল, নিপীড়নের নেত্রীতে পরিণত হয়েছিল। গুম-খুন-কারাগার—এসব ছিল তাদের শাসনের বৈশিষ্ট্য। যেমন এক সময় দেশের মানুষ শেখ মুজিবের রাজনীতি গ্রহণ করেনি, ঠিক তেমনি গত ১৭ বছরেও মানুষ হাসিনার রাজনীতি গ্রহণ করেনি। এজন্যই তারা আজ ১৫ আগস্টও পালন করতে পারেনি। দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। এখন তারা দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছে, মোবাইল ফোনে নানা ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলছে। তারা ভাবছে, পার্শ্ববর্তী দেশ ভারত তাদের আবার ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু এ দেশ আবার রক্তাক্ত হোক, তা কেউ চায় না।’

সব রাজনৈতিক দলকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে মতপার্থক্য দূর করতে হবে। ক্ষমতা নয়, বৃহত্তর স্বার্থে, দেশের মানুষের স্বার্থে চিন্তা করতে হবে।’