Image description

জাপানের টোকিওতে একই বক্সিং ইভেন্টে দুই বক্সারের মৃত্যু হয়েছে। দুজনেই মারা গেছেন মস্তিষ্কে আঘাতজনিত কারণে। কোরাকুয়েন হলে লড়াই শেষে লুটিয়ে পড়েন ২৮ বছরের শিগেতোশি কোতারি।

 

তার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় জরুরি অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু তাতে লাভ হয়নি। চিকিৎসকদের সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ করে শুক্রবার চলে যান তিনি না ফেরার দেশে। ২ আগস্ট ওরিয়েন্টাল ও প্যাসিফিক বক্সিং ফেডারেশন (ওপিবিএফ) জুনিয়র লাইটওয়েট চ্যাম্পিয়ন ইয়ামাতো হাতার সঙ্গে ১২ রাউন্ডের লড়াইয়ে ড্র করেছিলেন তিনি।

শনিবার মারা গেছেন কোতারির সমবয়সি আরেক বক্সার হিরোমাসা উরাকাওয়া। ইয়োজি সাইতোর কাছে হেরে মাথার আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার মস্তিষ্কেও অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।