Image description

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবারও ধরা পড়ল টিকিট কালোবাজারি। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে মঙ্গলবার (২২ জুলাই) ১২টি টিকিটসহ এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ।

মিরপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আসমাউল হক জানান, যুবকটি স্টেডিয়ামের বাইরের এলাকায় অতিরিক্ত টিকিট বিক্রির চেষ্টা করছিলেন। দরদাম চলার সময়ই পুলিশ তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং হাজতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আটক যুবক অবশ্য নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, সহকর্মীদের সঙ্গে খেলা দেখতে ১২টি টিকিট কিনেছিলেন তিনি। দুটি এনআইডি ব্যবহার করে টিকিটগুলো সংগ্রহ করেন বলে জানান। তবে শেষ মুহূর্তে কিছু সহকর্মী না আসায় বাকি টিকিটগুলো বিক্রি করতে চাচ্ছিলেন বলে দাবি তার।

তবে পুলিশ বলছে, একজন ব্যক্তি একটি এনআইডি দিয়ে সর্বোচ্চ ৪টি টিকিট সংগ্রহ করতে পারেন। এ অবস্থায় দুই এনআইডি দিয়ে ১২টি টিকিট কীভাবে সংগ্রহ করা হলো, তা নিয়ে সন্দেহ রয়েছে।

এ বিষয়ে পুলিশ আরও তদন্ত করে চার্জশিট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।