Image description

যশোরে চলন্ত ভ্যানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মনিরা খাতুন (৪০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মনিরা খাতুন বাঘারপাড়া উপজেলার দরাজহাট গ্রামের এনামুল হকের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে মনিরা খাতুন স্বামীর বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে বাবার বাড়ি নালিয়া যাচ্ছিলেন। পথে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চানপাড়া গ্রামে পৌঁছালে চলন্ত ভ্যানের চাকার সঙ্গে তার পরনের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। খবর পেয়ে তার বড় ভাই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মনিরাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়।