
কয়েক দিন আগেই দুর্দান্ত গোল করে দলকে জিতিয়েছিলেন নেইমার। ফ্লামেঙ্গোর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছিল সান্তোস। তবে এবার মুদ্রার উল্টো পিঠ দেখেছেন নেইমার। গতকাল রোববার ব্রাজিরিয়ান সেরি আ-তে মিরাসলের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে সান্তোস। এ হারে পয়েন্ট তালিকায় অবনমন অঞ্চলে নেমে গেছেন নেইমাররা।
সান্তোসের এমন হারের দায় অনুমিতভাবে নেইমারের ওপরই দিচ্ছেন সমর্থকেরা। বিশেষ করে তার সাম্প্রতিক ফিটনেস নিয়ে বেশি প্রশ্ন উঠছিল। মিরাসলের বিপক্ষে ম্যাচে সেটা আরও বেশি চোখে পড়েছে। ম্যাচ শেষে এক সাংবাদিকের মুখোমুখি হলে সেখানেও ফিটনেস নিয়ে প্রশ্ন শুনেছেন সান্তোস তারকা। সে প্রশ্নে ক্ষুব্ধ হন নেইমার।
ফিটনেস নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে নেইমার বলেন, ‘আবার এই প্রশ্ন? ৩০০ বার এটা নিয়ে কথা বলেছি।’
নিজের ফিটনেস নিয়ে কথা না বললেও সান্তোসের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে নেইমার বলেন, ‘ম্যাচে (মিরাসলের বিপক্ষে) সবকিছুরই অভাব ছিল, সে কারণেই স্কোরলাইন ৩-০ হয়েছে। ফ্লামেঙ্গোর বিপক্ষে ম্যাচে আমরা যেমন খেলেছিলাম, আজ সেটার অর্ধেকও দিতে পারিনি। বিশেষ করে প্রতিপক্ষ মার্কিংয়ে। আগের ম্যাচে ফ্লামেঙ্গো শুধু বল দখলে এগিয়ে ছিল, আজ (গতকাল) মিরাসল বল দখলের পাশাপাশি সবকিছুতেই এগিয়ে ছিল।’