Image description

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ পাইলট নিহত এবং বহু শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এক শোকবার্তায় বিএনপি নেতৃদ্বয় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে তারা মহান আল্লাহর কাছে দোয়া করেন যেন শোকসন্তপ্ত পরিবারগুলো এই কঠিন পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার শক্তি পান।

বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মীদের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের পাশে থেকে প্রয়োজনীয় রক্তদান ও সহায়তার নির্দেশ দিয়েছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ একাধিক নেতা সোমবার দুপুরেই ঘটনাস্থলে পৌঁছান।

দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি উদ্ধারকারী টিম ও অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে পাঠানো হয়, যাদের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উত্তরায় ঘটনাস্থলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে পরিস্থিতির খোঁজ নিচ্ছেন তারেক রহমান।