
টুডে ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সোমবার (২১ জুলাই) এক ফেসবুক পোস্টে গভীর শোক প্রকাশ করেন এবং বলেন, “এ পর্যন্ত কলিজার টুকরা ২০ জন সোনামণি এবং প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন — ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন যেন তিনি সকল নিহতদের প্রতি রহমত বর্ষণ করেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন।
আহতদের প্রতি সহানুভূতি জানিয়ে আমির বলেন, “রাব্বুল আলামিন যেন আহতদেরকে পূর্ণ সুস্থতা দান করেন এবং আমাদেরকে আমাদের নৈতিক দায়িত্ব পালন করার তাওফিক দেন।”
তিনি ঘোষণা দেন, “ইনশাআল্লাহ, এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবিড়ভাবে থেকে দায়িত্ব পালন করবে।”
এ ঘটনায় দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে এবং নানা মহল থেকে সমবেদনা জানিয়েছেন তিনি।