
৭ উইকেটে বড় ব্যবধানে হারের পর মিরপুরের উইকেটকে দুষছে পাকিস্তান। পুরস্কার বিতরণী মঞ্চেই ক্ষোভ প্রকাশ করেন দলের অধিনায়ক সালমান আগা। এরপর সংবাদ সম্মেলনে এসে তীব্র সমালোচনা করেন প্রধান কোচ মাইক হেসন। তার দাবি, এমন উইকেট কোনও দলের জন্যই আদর্শ নয়। তবে ম্যাচসেরা পারফরম্যান্সের নায়ক পারভেজ হোসেন হেসনের বক্তব্যকে আমল দিতে রাজি নন। তার মতে, পাকিস্তান কোচের মতামত গ্রহণযোগ্য নয়।
রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে মাত্র ১১০ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। এরপর ২৭ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ৩৯ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হন পারভেজ। এই ইনিংসে তিনি মারেন ৩টি চার ও ৫টি ছয়। তবে তার আগে বল হাতে পাকিস্তানের ব্যাটারদের নাজেহাল করেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। বিশেষ করে মোস্তাফিজের ডেলিভারির জবাব ছিল না পাকিস্তানি ব্যাটারদের কাছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে পাকিস্তান কোচ মাইক হেসন বলেন, ‘আমি মনে করি এটা কোনো দলের জন্যই আদর্শ উইকেট নয়। দলগুলো এখন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছে। এমন পিচ গ্রহণযোগ্য নয়। অবশ্যই আমাদের ব্যাটিংয়ে কিছু ভুল সিদ্ধান্ত ছিল, যেগুলোর কোনো অজুহাত নেই। কিন্তু এ ধরনের পিচ আন্তর্জাতিক মানে পড়ে না, এটা স্পষ্ট।’
এরপর সংবাদ সম্মেলনে এসে হেসনের বক্তব্যের জবাব দেন পারভেজ হোসেন। বলেন, ‘পাকিস্তান কোচ যা বলেছেন, আমি সেটা গ্রহণযোগ্য মনে করি না। আমি তো এমন কিছু দেখিনি। আমরা ১৬ ওভারে ১১০ রান করেছি। ২০ ওভার খেললে ১৬০ রান করা যেত। হতে পারে ওরা মানিয়ে নিতে পারেনি, আমরা চেষ্টা করেছি মানিয়ে নিতে।’
মিরপুরের উইকেট বরাবরই স্পিন সহায়ক ও বোলারদের পক্ষে, এমন প্রসঙ্গেও কথা বলেন পারভেজ। তিনি বলেন, ‘এখানে বোলারদের একটু সুবিধা থাকে, এটা স্বাভাবিক। চেষ্টা করছি যত দ্রুত উইকেটটা বোঝা যায়, সেট হয়ে খেলা যায়। এটা আগেই আমাদের পরিকল্পনার মধ্যে ছিল।’
ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। তিনি ৪ ওভারে ২৪ বলের মধ্যে ১৮টিই দেন ডট, রান খরচ করেন মাত্র ৬, সঙ্গে দুটি উইকেট শিকার। সতীর্থ মোস্তাফিজের প্রশংসা করে পারভেজ বলেন, ‘মোস্তাফিজ ভাই খুব ভালো বোলিং করেছে। বাকি সবাইও ভালো করেছে, এজন্যই আমরা ওদের কম রানে আটকে রাখতে পেরেছি।’
২০১৫ সালের পর এই প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারাল বাংলাদেশ। দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান ঘটানো জয় নিয়ে পারভেজ বলেন, ‘এমন কিছু আলোচনা হয়নি। আমরা লঙ্কা সিরিজে ভালো খেলেছিলাম। সবাই চেষ্টা করছি আত্মবিশ্বাস ধরে রাখতে, সেই ছন্দে খেলছি।’