Image description

তামিম ইকবাল ফেরত আসবেন কি না- এই ইস্যুতে সকাল থেকেই সরগরম সিলেট। সকাল থেকেই সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে অপেক্ষায় ছিলেন সাংবাদিকরা। বিকেলে সাংবাদিকদের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।

বিপিএল চলাকালে আজ সিলেটে তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসে বিসিবির নির্বাচক প্যানেল। বৈঠক শেষে গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘আরও দুই তিন অপেক্ষা করতে হবে। তামিম খেলবে কি না সেটা ও নিজেই জানাক।’

ফিটনেসজনিত ইস্যুতে ২০২৩ সালের এপ্রিলের পর আর বাংলাদেশ টেস্ট দলে দেখা যায়নি তামিমকে। সবশেষ ওয়ানডে খেলেছেন সে বছরের সেপ্টেম্বরে। অন্যদিকে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এই বাঁহাতি ওপেনার।

জাতীয় দলে ফিরবেন না, জানিয়ে দিলেন তামিম

তবে প্রধান নির্বাচকের কথা ইঙ্গিত পাওয়া গেছে চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল। সঙ্গে ফিরতে পারেন সাকিব আল হাসান। তার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে তার বোলিং অ্যাকশনের ফলের উপর।

বৈধ বোলিং অ্যাকশনের জন্য সাকিব এখন আর্ন্তজাতিক ক্রিকেটে বোলার হিসেবে নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে উঠার জন্য ইংল্যান্ডে বোলিং পরীক্ষা দিয়েছিলেন সাকিব। কিন্তু সেই পরীক্ষায় পাসমার্ক পাননি। তার বোলিং সেই পরীক্ষায়ও অবৈধ বলে ঘোষিত হয়েছে। দ্বিতীয় দফা বোলিংয়ের পরীক্ষা দেন সাকিব ভারতের চেন্নাইয়ে। সেই পরীক্ষার ফল এখনো বিসিবির হাতে এসে পৌছায়নি। চেন্নাইয়ের বোলিং ল্যাবে দেওয়া সেই বোলিং অ্যাকশনের পরীক্ষায় সাকিব যদি পাস করতে ব্যর্থ হন তাহলে লম্বা সময়ের জন্য আর্ন্তজাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ হতে পারে।