
ফুটবল বিশ্বে নেমে এসেছে গভীর শোকের ছায়া। লিভারপুল ও পর্তুগালের জাতীয় দলের তারকা ফরোয়ার্ড দিয়োগো জোতা (২৮) স্পেনের জামোরা শহরের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহত হয়েছেন তার ছোট ভাই আন্দ্রে সিলভাও (২৫)।
জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে ল্যাম্বরগিনি গাড়িতে করে যাচ্ছিলেন দুই ভাই।
দুর্ঘটনার মাত্র ১১ দিন আগে নিজের দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জোতা। পর্তুগালের পোর্তো শহরে অনুষ্ঠিত হয় এই স্বপ্নের বিয়ে।
রুতে কারদোসো ইনস্টাগ্রামে বিয়ের মুহূর্তগুলো শেয়ার করে লিখেছিলেন, ‘আমার স্বপ্ন সত্যি হলো। সেই পোস্টে জোতা জবাব দিয়েছিলেন ছোট অথচ হৃদয়ছোঁয়া এক বার্তায়, ‘কিন্তু আমি-ই তো ভাগ্যবান।
এটিই ছিল রুতের উদ্দেশ্যে তার শেষ প্রকাশ্য বার্তা—যা এখন হয়ে উঠেছে এক হৃদয়বিদারক বিদায়ী চিঠি।
বিয়ের আগের দিন ভিডিও পোস্ট করে রুতে লিখেছিলেন, ‘একটি দিন, যা আমরা কখনো ভুলবো না।’
ভিডিওতে দেখা যায়, আনন্দে ভাসছে নবদম্পতি, কাছের মানুষদের সঙ্গে কাটাচ্ছেন স্মরণীয় মুহূর্ত। ভিডিওতে থাকা বিয়ের ভাষ্যটি এখন আরো বেশি করুণ, ‘আজকের দিনটি চিরকাল আপনাদের জীবনে ছাপ ফেলে যাবে। পরিবার ও বন্ধুদের সঙ্গে একত্রিত হয়ে ভালোবাসা উদযাপনের দিন আজ।
দিয়োগো ও রুতের সম্পর্ক শুরু হয়েছিল নয় বছর আগে। ২০২২ সালে বাগদান, আর ২০২৫ সালে পরিণয়। তাদের সংসারে রয়েছে দুই ছেলে ও এক মেয়ে।
ফুটবলে জোতার ক্যারিয়ার ছিল সমৃদ্ধ। লিভারপুলের হয়ে শেষ মৌসুমে ২৬ ম্যাচে ৬ গোল করেন তিনি। মে মাসে ক্লাবের সঙ্গে প্রিমিয়ার লিগ জেতেন। এরপর জুনে জাতীয় দলের হয়ে খেলেন নেশনস লিগ ফাইনালে স্পেনের বিপক্ষে। ম্যাচটি টাইব্রেকারে জেতে পর্তুগাল। দেশের হয়ে ৪৯ ম্যাচে মাঠে নেমেছেন এই প্রতিভাবান ফরোয়ার্ড।