
ভারতের অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের আসর। আজ টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মালদ্বীপের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দুদলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। খেলার প্রথমার্ধে দুর্দান্ত ফুটবল খেলে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে কোচ গোলাম রাব্বানী ছোটনের দল। যে কারণে দুই গোলে এগিয়ে থাকার পরও ম্যাচটিতে ড্র করেছে বাংলাদেশের যুবারা।
মালদ্বীপের বিপক্ষে প্রথম একাদশে দুই প্রবাসী ফুটবলার- আবদুল কাদির ও ফারজাদ আফতাবকে। তবে খেলতে নেমে শুরু থেকে দাপট দেখায় বাংলাদেশ। ১৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের গোলে এগিয়ে যায় তারা। মালদ্বীপের অধিনায়ক আজম রাশেদের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন ফয়সাল (১-০)।
৪৩ মিনিটে গোলের দেখা পান রিফাত কাজী। মিঠু চৌধুরীর ক্রস থেকে ঘুরে আসা বলে হেডে গোল করে দলকে আনন্দের উপলক্ষ এনে দেন এই যুব ফুটবলার। প্রথমার্ধে দারুণ নৈপুণ্য দেখালেও পরের অর্ধে ঘুরে দাঁড়ায় মালদ্বীপ। দুটি গোল শোধ দেয় তারা।
৫৭ মিনিটে অনুফ আবদুল্লাহ ও ৭৩ মিনিটে এহতান জাকি দুই গোল গোল করেন। যে কারণে ম্যাচটিতে ড্র করতে সক্ষম হয়েছে মালদ্বীপ। গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ ম্যাচ আগামী রোববার, প্রতিপক্ষ ভুটান।