Image description

একটা সময় বলা হতো এ দেশের সালমান শাহকে বলিউড অনুকরণ করে। সেটার অনেক প্রমাণ পাওয়া গেছে। এবার এ দেশের শীর্ষ নায়ক শাকিব খানকে অনুকরণ করছেন সালমান খান, শাহরুখরা! কথাটা অবিশ্বাস্য হলেও মিথ্যা নয়। কাকতালীয় হলেও সত্য যে শাকিবের লুকের সঙ্গে সালমান, শাহরুখের লুক মিলে গেছে।

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। চিরাচরিত ঢাকাই সিনেমার নায়কের পরিচিতি থেকে নিজেকে বের করে এনেছেন। আর ‘প্রিয়তমা’র চলচ্চিত্রের  ব্যবসা শাকিব খানকে যেন একেবারে বদলে দিয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে শাকিব নিজেকে পৌঁছে দেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপ-আমেরিকার বাংলা ভাষাভাষীদের নিকট।

শাকিব খানের সর্বশেষ বেশ কয়েকটি চলচ্চিত্র ভালো ব্যবসা করেছে। এসবের মধ্যে ‘তুফান’ ও ‘বরবাদ’ অন্যতম। সামনে আসছে ‘তাণ্ডব’। প্রতিটি ছবিতে শাকিব খানকে নতুন ধরনের লুকে দেখা যাচ্ছে।শাকিব খান দীর্ঘ অবসর ও প্রবাস জীবন বেছে নেওয়ার পর, প্রকাশ্যে আসেন ‘লিডার আমিই বাংলাদেশ’ নামের একটি চলচ্চিত্র দিয়ে। এই চলচ্চিত্রের শেষ শুটিং হয়েছিল ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে।নির্মাতা তপু খান শাকিবকে লিডারের ভূমিকায় অবতীর্ণ করতে রবিনহুড ধরনের একটা লুক দেন। লিডার হেঁটে যাচ্ছেন পেছনে তার জামার অংশ বিশেষ উড়ছে। শাকিব খানের এই লুকের সঙ্গে মিলে গেল শাহরুখের একটি পোজ।

আজ নিউইয়র্কে গালা মেটে শাহরুখ পরেছিলেন একটি কালো রঙের গোড়ালি ছোঁয়া ওভারকোট! বুকের বোতাম খোলা কালো শার্ট, কালো ট্রাউজার্স এবং গলাভর্তি গয়না। মণিবন্ধে রত্নখচিত ঘড়ি। হাতের ১০ আঙুলে আটটি আংটি। আর হাতে হিরা-চুনি-পান্না বসানো বাঘ-মুখের ছড়ি। বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায় তৈরি করেছিলেন শাহরুখের ওই ‘মেট গালা লুক’।

শাহরুখের এই মেট গালা লুক আর ২০২২ সালের শাকিব খানের ‘লিডার আমি বাংলাদেশ’ সিনেমার লুকের কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে কি না, কালের কণ্ঠের কোলাজ করা ছবি দেখে সেটা পাঠকই বলতে পারবেন। ছবিটি এখনো শাকিব খানের ফেসবুক পেজে রয়েছে।

কয়েক দিন আগেই শাকিব খানের ‘বরবাদ’-এর লুক অনুকরণ করেছিলেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার নানি। এরপর শাহরুখকে দেখা গেল। এর আগে সালমান খান ‘সিকান্দার’ সিনেমায় শাকিব খানের অনুকরণে স্ক্রিনে আসেন।