Image description

ঝিনাইদহে জামিন পেয়ে কারাগার থেকে বাড়ি ফেরার পথে এক আওয়ামী লীগ কর্মীসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (৬ মে) রাত ৮টার দিকে শৈলকুপা উপজেলার ব্রক্ষপুর ঋষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শৈলকুপার সারুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী আমিরুল ইসলাম কানাই ও তার ছেলে জুয়েল হাসান এবং কৃত্তিনগর গ্রামের আজিবর রহমানের ছেলে রোমান হোসেন। এদের মধ্যে রোমানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে মোটরসাইকেলযোগে শৈলকুপার ভুলুন্দিয়া গ্রামের বাড়িতে ফিরছিলেন জামিরুল ইসলাম কানাই। পথিমধ্যে ব্রক্ষপুর ঋষিপাড়া এলাকায় পৌঁছালে ভুলুন্দিয়া গ্রামের সামছুলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খাঁন কালের কণ্ঠকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।