Image description

সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ১৬৭৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৬ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য দেন। 

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৪১ আসামিকে গ্রেপ্তার করা হয়। অন্যান্য ঘটনায় ৬৩৫ জন। মোট গ্রেপ্তার করা হয় ১৬৭৬ জনকে।

অভিযানে বিদেশি পিস্তল ১টি, রিভলবার ১টি, ওয়ান শুটারগান ১টি, গুলি ২টি, দেশীয় তৈরি চাইনিজ কুড়াল ২টি জব্দ করা হয়।

এ দিকে ডিএমপি সূত্র বলছে, ২৪ ঘণ্টায় ডিবির অভিযানে বাগেরহাট-৪ আসনের সাবেক এমপিসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরো ৯ সদস্য গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলন, পল্লবী থানা যুবলীগের সহসভাপতি কাজী সারোয়ার জাহান মিঠু, যাত্রাবাড়ী ৬৩ নং সাবেক ওয়ার্ড কমিশনার মো. শফিকুল ইসলাম দিলু, শাহ-আলী থানা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন, রমনা থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রধানীয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর পৌরসভার চেয়ারম্যান ও সদর উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি মো. মোখলেছুর রহমান, বংশাল থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. এমরান গোলদার, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৬২ নং ওয়াডের্র সাবেক সভাপতি মোহাম্মদ তানভীর আহমেদ অন্তু ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অরিত্র নন্দী।

ডিবি সূত্রে জানা যায়, গত সোমবার গভীর  রাতে ডিবি-ওয়ারী বিভাগের একটি দল রাজধানীর ইন্দিরা রোড এলাকায় অভিযান চালিয়ে বাগেরহাট-৪ আসনের সাবেক এমপি আমিরুল ইসলামকে গ্রেপ্তার করে। একই দিন বিকালে পুরান ঢাকার বংশাল এলাকায় অভিযান চালিয়ে কাজী মো. সারোয়ার জাহান মিঠুকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন থানায় হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডি এলাকায় অভিযান চালিয়ে মো. শফিকুল ইসলাম দিলুকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম।

একই দিন সকালের মিরপুর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ তাজ উদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম। একইদিন সকালে ভিকারুন্নেসা স্কুলের সামনে থেকে ইসমাইল হোসেন প্রধানীয়া গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। মো. মোখলেছুর রহমানকে গত সোমবার দিবাগত রাতে রাজধানীর গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম। 

একই দিন বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মো. এমরান গোলদারকে।  এছাড়া মঙ্গলবার যাত্রাবাড়ী এলাকা থেকে মোহাম্মদ তানভীর আহমেদ অন্তুকে ও দারুসসালাম থানাধীন শিমুলতলা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়  অরিত্র নন্দীকে।

 মোহাম্মদপুরে গ্রেপ্তার ২০

এ দিকে পৃথক অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ২০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ। মঙ্গলবার ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য দেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন তরিকুল ইসলাম, একরামুল, শাহরিয়া, কামরুল, মিলন, নয়ন, তুহিন, শরীফ, জহুরুল, রুহুল আমিন, মিরাজ, আবুল কালাম, আইয়ুব, জিসান, লিমন, যুবায়ের, রবিউল, সাঈদ, জাহাঙ্গীর ও জামাল। পুলিশ দাবি করছে, ডিএমপির মামলায় ৬ জন, প্রতারণা মামলায় ৩ জন, দ্রুত বিচার আইনে ৭ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন ও চুরির মামলায় ১ জনকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।