
খেলোয়াড়ি জীবন শেষে ক্রিকেটের সঙ্গেই তামিম ইকবাল যুক্ত থাকবেন- এমন তথ্য জানা গিয়েছিল অনেক আগেই। ক্রিকেটের সঙ্গে কীভাবে যুক্ত থাকবেন? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল সব জায়গায়। তবে গত কয়েক দিনের কার্যক্রমে স্পষ্ট, খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে সংগঠক হিসেবে কাজ শুরু করতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। অন্তত তার সাম্প্রতিক কার্যক্রমে বিষয়টি নিয়ে চূড়ান্ত হিসেবেই ধরে নেওয়া যায়। সাম্প্রতিক কার্যক্রমের পর গতকাল বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে তার বক্তব্য আরো স্পষ্ট করে দিয়েছে তার ভবিষ্যতের ভাবনা।
শনিবার (৩ মে) জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে হওয়া এই অনুষ্ঠানে তিনি বলেন, ‘অতীতে আমি অনেকবার দেখেছি কেউ যখন জেলা বা বিভাগ থেকে আসেন ক্রিকেট বোর্ডে। পরবর্তী সময়ে তারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয়ে যান, জেলা-বিভাগকে ভুলে যান। ক্রিকেটকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় খেলা মনে করি। অন্যান্য খেলার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। তবে সবচেয়ে বড় খেলায় যদি এমনটা হয়, কেউ যদি নিজের জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করে তাহলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই।’ সংগঠকদের উদ্দেশে এমন কঠোর বার্তা দেওয়া তামিম ইকবাল সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলা একটি ক্লাবকে আর্থিক সহায়তা দিয়ে এক রকম সংগঠক হিসেবে কাজ শুরু করেছেন।
ডিপিএলের দল গুলশান ক্রিকেট ক্লাবের স্পনসর এসেছে মূলত তামিম ইকবালের কল্যাণে। কাগজে-কলমে দলটির সঙ্গে যুক্ত না থাকলেও মূল কাজ যে তিনিই করেছেন তা শোনা গিয়েছে বহুবার। এতেই স্পষ্ট হয়- সংগঠক হিসেবে বিসিবিতে আসতে যাচ্ছেন তিনি।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগ থেকে বিসিবির কাউন্সিলর হতে চান- এমন গুঞ্জনও বেশ কয়েকবার শোনা গিয়েছিল তাকে ঘিরে। এ ছাড়া চট্টগ্রামে প্রিমিয়ার লিগ থেকে অন্যান্য লিগ যেন ঠিকঠাক মাঠে গড়ায় সেটা নিয়েও কাজ করছেন তামিম ইকবাল। দুই জায়গায় যখন খেলোয়াড়ি দায়িত্বের বাইরে গিয়ে ক্রিকেট নিয়ে কাজ করছেন তাতে আরো বেশি স্পষ্ট হয়ে উঠছে- তামিম এবার সংগঠক হিসেবে কাজ করতে যাচ্ছেন। এ ছাড়া অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও বিসিবিতে তামিমকে বেশ সরব ভূমিকায় দেখা গেছে। দায়িত্ব নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রথমবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসলে সেখানেও তামিম ইকবালকে দেখা গেছে। ক্রীড়া উপদেষ্টাকে বিসিবি অফিস থেকে শুরু করে পুরো মাঠ ঘুরিয়ে দেখান তিনি। এসব কারণেই স্পষ্ট হয়ে উঠছে ক্রিকেট সংগঠক হিসেবে নিজেকে প্রস্তুত করছেন তামিম ইকবাল।
এসবের বাইরে ক্রিকেটারদের বিভিন্ন দাবি নিয়েও বেশ সরব আছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়ে বৃদ্ধি নিয়ে বিসিবির সঙ্গে হওয়া আলোচনা সভাতেও নেতৃত্ব দেন তামিম। তার এসব কার্যকলাপে স্পষ্ট ক্রিকেট সংগঠক হিসেবে পথচলা শুরু করেছেন।